করোনাভাইরাসের সংক্রমণের কারণে দ্বিপক্ষীয় সফর, মুখোমুখি বৈঠক—সবকিছুই মার্চ থেকে স্থগিত হয়ে আছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকটি এবার প্রথমবারের মতো ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার অনুষ্ঠেয় বৈঠকে ভারতীয় ঋণচুক্তির (এলওসি) প্রকল্পগুলো দ্রুততর করা, ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে সহযোগিতা নিয়ে দুই দেশের বিশেষ মনোযোগ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, জেসিসির ষষ্ঠ বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর যৌথভাবে উদযাপনের বিষয়ে আলোচনা হবে।