অনলাইন ডেস্ক
দুবাই থেকে মুম্বাই ফিরে গেলেন সঞ্জয় দত্ত। স্ত্রী, সন্তানদের সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটানোর পর এবার ফের মুম্বাইয় চিকিৎসার জন্য ফিরে এলেন বলিউডের এই অভিনেতা।
সম্প্রতি স্ত্রী মান্যতার সঙ্গে দুবাইয়ে উড়ে যান সঞ্জয়। শাহরান ও ইকরা- দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্যই দুবাইয়ে উড়ে গিয়েছিলেন সঞ্জয়। দুবাইয় কয়েক দিন থাকার মাঝে আচমকাই খবর পাওয়া যায়, ৩০ সেপ্টেম্বর ফের মুম্বাইয়ে ফিরবেন মুন্নাভাই। কেমোথেরাপির জন্য শিগগিরই তাঁকে ফের শহরে ফিরে আসতে হবে বলে জানা যায়। যদিও সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দত্ত পরিবারকে।
ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার কথা থাকলেও, বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাইয়েই থাকছেন। বেশ কয়েকটি সিনেমার শুটিং বাকি রয়েছে তাঁর। সেই কারণে এই মুহূ্র্তে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন না বলে জানা যাচ্ছে।
প্রসংগত, ক্যান্সারের চিকিৎসার জন্য আমেরিকায় থাকার পাঁচ বছরের চিকিৎসা ভিসা রয়েছে সঞ্জয়ের। তা সত্ত্বেও তিনি এই মুহূর্তে আমেরিকায় যাচ্ছেন না। চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও যাওয়ার কথা ছিল সঞ্জয়ের। সেখানে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন অভিনেতা।
সম্প্রতি মুক্তি পায় পরিচালক মহেশ ভাটের সিনেমা সড়ক টু। এই সিনেমার অন্যতম মূল চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে সড়ক টু-তে স্ক্রিন শেয়ার করেন তিনি।