জাতীয় নিউজ ২৪ | নিউজ ডেস্ক
এক সময়ে বিশ্ব ফুটবলের দুই সেরার লড়াই হতো লা লিগায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর আর সাক্ষাৎ হয়নি লিয়োনেল মেসির সঙ্গে। ফুটবলপ্রেমীদেরও সুযোগ হয়নি তাঁদেরকে এক সঙ্গে মাঠে দেখার। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র হতেই ফের এসে গেল সেই সুযোগ।
চ্যাম্পিয়ন্স লিগের জি গ্রুপে রয়েছে জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিভ এবং ফেরেন্সভারোস। ফলে গ্রুপ পর্বেই দেখা যাবে রোনাল্ডো-মেসির লড়াই। শেষ ১২টি ব্যালন ডি’ওরের মধ্যে ১১টি ভাগ করে নেওয়া দুই সেরা ফুটবলারকে আবার এক সঙ্গে দেখতে তাই মুখিয়ে থাকবে গোটা বিশ্ব।
অন্যদিকে, এ বারে বেশ কঠিন গ্রুপেই রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গ্রুপ এইচে তাঁদের সঙ্গে মুখোমুখি হতে হবে গতবারের রানার আপ পিএসজিকে। সঙ্গে থাকবে লিপজিগ এবং ইস্তানবুল বাসাকসেহির।
ঘোষণা অনুসারে অক্টোবরেই শুরু হবে ২০২০-২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ। আর ডিসেম্বর মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে কাদের দেখা যাবে শেষ ১৬-র লড়াইয়ে।