জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক
সারাবিশ্বজুড়ে যেমন লিওনেল মেসির কোটি কোটি ভক্ত আছে, তেমনই আছে অসংখ্য ‘ক্ষ্যাপাটে ভক্ত’। তার নামের পাশে ‘ফুটবল জাদুকর’ ‘ভিনগ্রহের ফুটবলার’ ইত্যাদি বহু বিশেষণ যুক্ত হয়েছে। এবার সাবেক ইতালি স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরি মেসির জন্য নতুন বিশেষণ খুঁজে পেয়েছেন। সেটা হলো ‘ফুটবলের হ্যারি পটার’। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছনে, মেসি যেদিন অবসর নেবেন সেদিন তিনি নিজের টিভিটা ছুড়ে ফেলে দেবেন!
advertisement
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল জুভেন্তাসের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে বার্সা। প্রথম গোলটি করেছেন ওসমান দেম্বেলে। দ্বিতীয়টি এসেছে মেসির পেনাল্টিতে। এরপর ভিয়েরি মেসির প্রশংসা করে লিখেছেন, ‘অসাধারণ বার্সেলোনা। একেবারের একপেশে ম্যাচ। তারা ছয়-সাতটা গোল সহজেই করতে পারত। দুর্দান্ত খেলেছে। আর মেসি তো জাদুকর। সে ফুটবলের হ্যারি পটার। সে যেদিন খেলা বন্ধ করে দেবে, আমিও আমার টিভি ছুড়ে ফেলে দেব! টিভির ধারেকাছেও যাব না। তখন নেটফ্লিক্স দেখব। সে খেলা ছাড়ার পর আসলে কিছু দেখারও থাকবে না।’
বুধবারের ম্যাচে বার্সার পারফর্মেন্সের প্রশংসা করে ভিয়েরি বলেন, ‘এটা অন্যরকম ফুটবল। জানি না তারা রিয়াল মাদ্রিদের কাছে কীভাবে হেরেছে। কিন্তু এই ম্যাচটা যদি দেখেন আপনাকে বলতে হবে, এই বছর আর কোনো প্রতিপক্ষ তাদের হারাতে পারবে না! তারা যেভাবে খেলেছে, অসাধারণ! আসলে যখন আপনি এমন একজন ১০ নম্বর (মেসির জার্সি নম্বর) পাবেন, এটা দুর্দান্তই হবে। দর্শকদের জন্য সমবেদনা, তাদের মাঠে এসে খেলা দেখার সুযোগ নেই। তবে দর্শকদের এমন খেলা দেখতে দেওয়া উচিত।’