জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। এ ছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। সোমবারের এই বন্দুক হামলার ঘটনায় তিন বন্দুকধারী জড়িত ছিল বলে জানা গেছে আল-জাজিরার এক প্রতিবেদনে।
advertisement
আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবায়বি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবারের এই হামলার ঘটনাটি ঘটে যখন সরকারি কর্মকর্তারা ক্যাম্পাসে আয়োজিত একটি ইরানি বইমেলা উদ্বোধনের জন্য আসা শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীদের হামলার সময় কয়েকশো মানুষ ক্যাম্পাসের দেয়াল টপকিয়ে বেরিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও এএফপি সংবাদদাতা জানিয়েছেন, এই ঘটনার পর আফগান নিরাপত্ত বাহিনী অঞ্চলটিকে ঘিরে ফেলেন। বিশ্ববিদ্যালয়ের সমস্ত রাস্তা ঘেরাও করে দেয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এএফপিকে বলেছেন, হামলার ঘটনাটি শেষ হয়েছে। তবে দুঃখের বিষয় এই ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আর ২২ জন আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে তিনজন জড়িত ছিল বলে জানান তিনি। তবে বন্দুকধারীদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
advertisement
এই ঘটনার বিষয়ে তালেবান জানিয়েছে, আফগানিস্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তারা জড়িত নয়। কিন্তু আইএসআইএলসহ (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েক বছর ধরে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা।