1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

ইয়াবাসহ গ্রেপ্তার এএসআই আজিজ কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৬৫ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি প্রতীকী

নিজস্ব প্রতিবেদক

সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব অর্পিত যে পুলিশ বাহিনীর উত্তর সেই পুলিশ বাহিনীরই কিছু সংখ্যক সদস্য জড়িয়ে পরেছেন মাদক ব্যবসাসহ বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের সাথে। তবে বিচারকার্যও থেমে নেই। রেহাই পাচ্ছেন না কেউ-ই, সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা এবং সেই সাথে চলছে বিচারকার্য।

ইয়াবাসহ গ্রেপ্তার রাজধানীর যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজিজের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সোমবার ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে গেন্ডারিয়া থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয় নিউজ ২৪

Advertisement

গত রবিবার রাতে রাজধানীর গেন্ডারিয়া মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। পরে তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST