অনলাইন ডেস্ক
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতেছে অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে ৫১ রানের বড় ব্যবধানে।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতেই ১৪২ রান করে ফিঞ্চ এবং ওয়ার্নার। ৬৯ বলে ৬০ রান করে ফিঞ্চ বিদায় নিলে ভাঙে এই জুটি।
ফিঞ্চের বিদায়ের পরপরই আউট হন ওয়ার্নার। ৭৭ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি হয় শ্রেয়াস আয়ারের দুর্দান্ত এক রানআউটের মাধ্যমে।
ওয়ানডে ম্যাচকে যেন টি-টুয়েন্টি বানিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঝড়ো এক সেঞ্চুরি করেছিলেন তিনি। আজকে দ্বিতীয় ম্যাচে যেন সেটারই হাইলাইটস দেখালেন।
স্মিথের টানা দ্বিতীয় সেঞ্চুরি, ৬৪ বলে ১০৪ রান।
১৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর মাঠে নামেন স্মিথ। ওপেনারদের গড়ে দেয়া ভিতের উপর দাড়িয়ে গত ম্যাচের মতই ঝড় তুলেন স্মিথ। গত ম্যাচের মতই ঝড় তুলে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রান করে আউট হন স্মিথ।
advertisement
স্মিথের বিদায়ের পর ঝড় তুলেন লাবুসানে ও ম্যাক্সওয়েল। তাদের টর্নেডো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার রান পৌছায় ৩৮৯তে। লাবুসানে ৬১ বলে ৭০ রান করে আউট হন। আর ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে ভারতের দুই ওপেনার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। আগারওয়াল ২৮ ও ধাওয়ান ৩০ রান করে আউট হন।
এরপর হাল ধরেন কোহলি এবং আয়ার। দুজনে মিলে ৯৩ রানের জুটি গড়েন। আয়ার ৩৮ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর রাহুলের সঙ্গে জুটি বাধেন কোহলি। এই জুটিতে আসে ৭২ রান। কিন্তু সেঞ্চুরির আশা জাগানো কোহলি ৮৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
💥 Australia take the series 2-0 with one game to spare 💥
Another game, another massive victory for the hosts!
A clinical performance with bat and ball from 🇦🇺, as they win by 51 runs and go 🔝 of the @cricketworldcup Super League table. pic.twitter.com/essK5L1R90
— ICC (@ICC) November 29, 2020
কোহলির বিদায়ের পর রাহুল ব্যতিত আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। হার্ডিক ২৮, জাদেজা ২৪, সাইনি ১০ রান করেন। আর রাহুল করেন ৭৬ রান।