1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

কুকুর নিয়ে খেলে আহত বাইডেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন তাঁর প্রিয় জার্মান শেফার্ড কুকুর খেলতে নিয়ে পায়ে আঘাত পেয়েছেন৷ ২০ জানুয়ারি হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময়ও হয়তো প্রেসিডেন্টকে পায়ে বিশেষ বুট পরে থাকতে হবে৷

আগামী কয়েক সপ্তাহ ৭৮ বছর বয়সি জো বাইডেনকে অর্থোপেডিক বিশেষ বুট পরতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক কেভিন ও’কনর৷ বাইডেনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ গত শনিবার বাইডেন তাঁর প্রিয় জার্মান কুকুর মেজরকে খেলতে বাইরে নিয়ে গিয়েছিলেন৷ কুকুরের সাথে খেলার সময় বাইডেন পা পিছলে পড়ে গিয়ে তাঁর পায়ের গোড়ালিতে আঘাত পান৷ রোববার এমআরআই করার পরে জানা যায় তাঁর পায়ের গোড়ালির দুটি ছোট হাড় সরে গেছে৷ তাই তাঁকে বেশ কিছুদিন স্পেশাল জুতো পরতে হবে৷ হয়তো ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের স্পেশাল দিনিটিতেও স্পেশাল জুতো পরে থাকতে হবে৷

জাতীয় নিউজ ২৪

Advertisement

২০১৮ সালে বাইডেন একটি পশুনিবাস থেকে মেজরকে এনেছিলেন৷ বাইডেন দম্পতির চ্যাম্প নামে আরও একটি জার্মান শেফার্ড কুকুর রয়েছে৷ তাদের সাথে জার্মান কুকুর দুটি হোয়াইট হাউসে যাবে৷ সেখানে তাঁদের কুকুরগুলোরওর হয়তো কুকুরপ্রেমী জেনিফার সাকির সাথেও মাঝেমাঝে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ জেনিফার সাকিকে বাইডেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদে নিয়োগ দিয়েছেন৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST