1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

ইএসপিএনের নাম্বার ওয়ান ফরোয়ার্ড মেসি, টপ টেনে আছে যারা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪

অনলাইন ডেস্ক

ইএসপিএন এর সারা বিশ্বের ৬৫ জন বিশেষজ্ঞের ভোটে বিশ্বের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। মনোনীত হওয়া ২৫০ জনের মধ্যক থেকে তারা শীর্ষ ১০০ জন বেছে নিয়েছে যেখানে সবার উপরে আছেন মেসি

জাতীয় নিউজ ২৪

ইএসপিএন এর শীর্ষ সেরার তালিকায় সেরা ফরোয়ার্ড: লিওনেল মেসি।

লিওনেল মেসির পর তালিকায় শীর্ষ পাঁচে অন্য যারা রয়েছে তারা হচ্ছেন..

২. কিলিয়ান এমবাপ্পে
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো
৪. নেইমার জুনিয়র
৫. মোহাম্মদ সালাহ

ফরোয়ার্ড ক্যাটাগরিতে শীর্ষ দশে অন্যদের মধ্যে যারা আছে তারা হচ্ছেন-

৬. আউবামেয়াং
৭. সন
৮. দিবালা
৯. রাশফোর্ড
১০. জোসেপ ইলিকিক

জাতীয় নিউজ ২৪

Advertisement

বিভিন্ন পজিশনে শীর্ষ সেরাদের তালিকায় রয়েছেন যারা:

গোলরক্ষক: ম্যানুয়েল নিউয়ার (বায়ার্ন মিউনিখ)
লেফ্ট-ব্যাক: অ্যান্ডি রবার্টসন (লিভারপুল)
সেন্টার-ব্যাক: ভার্জিল ভ্যান ডিজক (লিভারপুল)
রাইট-ব্যাক: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড  (লিভারপুল)
সেন্ট্রাল মিডফিল্ড: জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
মিডফিল্ড আক্রমণ: কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)
উইঙ্গার: সাদিও ম্যান (লিভারপুল)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা)
স্ট্রাইকার: রবার্ট লেয়ান্ডোভস্কি (বায়ার্ন মিউনিখ)
ম্যানেজার: জর্জেন ক্লোপ্প (লিভারপুল)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST