অনলাইন ডেস্ক
ইএসপিএন এর সারা বিশ্বের ৬৫ জন বিশেষজ্ঞের ভোটে বিশ্বের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। মনোনীত হওয়া ২৫০ জনের মধ্যক থেকে তারা শীর্ষ ১০০ জন বেছে নিয়েছে যেখানে সবার উপরে আছেন মেসি।
ইএসপিএন এর শীর্ষ সেরার তালিকায় সেরা ফরোয়ার্ড: লিওনেল মেসি।
লিওনেল মেসির পর তালিকায় শীর্ষ পাঁচে অন্য যারা রয়েছে তারা হচ্ছেন..
২. কিলিয়ান এমবাপ্পে
৩. ক্রিশ্চিয়ানো রোনালদো
৪. নেইমার জুনিয়র
৫. মোহাম্মদ সালাহ
ফরোয়ার্ড ক্যাটাগরিতে শীর্ষ দশে অন্যদের মধ্যে যারা আছে তারা হচ্ছেন-
৬. আউবামেয়াং
৭. সন
৮. দিবালা
৯. রাশফোর্ড
১০. জোসেপ ইলিকিক
Advertisement