অনলাইন ডেস্ক
স্প্যানিশ লা লিগায় কিছুদিন আগেই শক্তিশালী রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বার্সালোনা। খারাপ সময় থেকে ঘুড়ে দাড়ানোর ইঙ্গিত দিচ্ছিল দলটি। কিন্তু পরের ম্যাচেই আবার পয়েন্ট হারালো তারা। আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সালোনা।
বার্সালোনা পয়েন্ট হারালেও এই ম্যাচে একটি গোল করেছেন লিওনেল মেসি। আর এই গোলের মধ্য দিয়ে সাবেক ব্রাজিল লিজেন্ড পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
এক ক্লাবের হয়ে ব্রাজিল কংবদন্তির গোল ছিল ৬৪৩টি। লিওনেল মেসি আজকে গোলের মাধ্যমে বার্সার জার্সিতে মোট ৬৪৩ গোল করল। আর মাত্র একটি গোল করলেই পেলেকে ছাড়িয়ে যাবেন মেসি।