অনলাইন ডেস্ক
সবরকম সতর্কতা মেনেছেন। শ্যুটিংয়ে শট দেওয়ার আগে পর্যন্ত মাস্ক নামাননি মুখ থেকে। তারপরও করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সংক্রমণের খবর। লিখেছেন, ‘অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালই আছি.. শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন। পরিবারের সদস্যরাও খুব শীঘ্রই করোনা পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন অভিনেতা।
রবিবার সন্ধে ৭টার কিছু পরে অভিনেতার সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সংক্রমণের খবরটি জানান তিনি নিজেই। আবীর লেখেন, ‘আবারও প্রমাণ হল এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সবরকম সুরক্ষা মেনেও কোভিড আক্রান্ত হয়েছি’।
— Abir Chatterjee (@itsmeabir) December 20, 2020
একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ গত কয়েকদিন ধরেই সঞ্চালনার কাজ করছিলেন আবীর। তার শ্যুটিংয়ের পাশাপাশি গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম’।
গত বৃহস্পতিবারই বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন অভিনেতা। সেখানে হাজির ছিল আনন্দবাজার ডিজিটাল। স্টিল ছবির শ্যুটিংয়ে বার বার হাত স্যানিটাইজ করছিলেন অভিনেতা। শট দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি মুখ থেকে মাস্ক নামাননি। সহকারীকে বকাবকি করছিলেন, যাতে তিনিও সাবধানতা অবলম্বন করেন। যখন যে চেয়ারেই বসছিলেন, স্যানিটাইজার স্প্রে করে নিচ্ছিলেন খাবারের শট ছিল। এক একটি টেক-এ এক একটি চামচ ব্যবহার করছিলেন আবীর। এমনকি, কেউ নিজস্বীর আবদার নিয়ে এলেও তাঁর সঙ্গে মাস্ক পরেই ছবি তুলছিলেন। এতটা সাবধান হওয়ার পরও কোভিড আক্রান্ত হওয়ায় তাই হতাশার সুর স্পষ্ট আবীরের টুইটে।
আবীর লিখেছেন, ‘নিজেকে পুরোপুরি নিভৃতবাসে রেখেছি। পরিবারের সদস্যরা খুব শীঘ্রই করোনা পরীক্ষা করাবেন। ওরা সুরক্ষিত থাকুক। এটুকুই আশা করতে পারি’।
শ্যুটিংয়ে অনেকেই অভিনেতার সংস্পর্শে এসেছিলেন। তাঁদের প্রতি আবীরের সতর্কবার্তা, ‘কাজের সূত্রে যাঁরা আমার কাছাকাছি এসেছেন তাঁদের অনুরোধ করব, নিজেদের সুরক্ষার জন্যই করোনা পরীক্ষা করিয়ে নিন’।
আবীরের করেনায় আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই আবীরের ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজ ভরে গিয়েছে শুভকামনায়। উৎকণ্ঠা বেড়েছে অনুরাগী, ভক্তদের। আবীর আগাম ধন্যবাদ জানিয়েছেন তাঁদের। লিখেছেন, ‘আপনাদের ভালবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ’।