অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসে ডিসেম্বর মাসে জার্মানিতে মৃতের সংখ্যা ১০ হাজার স্পর্শ করতে চলেছে, যা গত মাসের চেয়ে দ্বিগুন৷ এরই মধ্যে দ্বিতীয় ঢেউ দেশটির জন্য প্রথম দফার চেয়ে কয়েকগুণ বেশি প্রাণঘাতি হয়ে উঠেছে৷
সরকারের রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কখ্ ইনস্টিটিউট এর হিসাবে চলতি মাসের প্রথম তিন সপ্তাহেই নয় হাজার ৮০১ জন মারা গেছেন যা নভেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ৷ করোনা গত মাসে দেশটির পাঁচ হাজার ৭৯৬ জনের জীবন কেড়ে নিয়েছিল৷ যেখানে অক্টোবরে মৃত্যুবরণ করেছেন ৯৬৪ জন আর সেপ্টেম্বরে ১৯০ জন৷
গত বেশ কয়েকদিন ধরে দৈনিক প্রায় ৫০০ জন করে মৃত্যুবরণ করছেন ৷ সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৩০ হাজার করে৷
সংক্রমণের গতি রোধ করতে গত সপ্তাহে দেশজুড়ে লকডাউন কার্যকর করা হয়েছে৷ যদিও এর প্রভাব এখনও দেখা যাচ্ছে না৷ সব মিলিয়ে করোনার প্রথম ঢেউয়ে অন্যদের তুলনায় সংক্রমণ ও মৃত্যুর হারে লাগাম টেনে ইউরোপের দেশটি যে প্রশংসা পেয়েছিল তা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে৷
গত মার্চ থেকে মে পর্যন্ত জার্মানিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৮৯৬ জন; যা ফ্রান্স, ইটালি, স্পেন, ইংল্যান্ডের মতো ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেক কম৷
নতুন আরোপ করা লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস, জরুরি নয় এমন সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে৷ দুই পরিবারের সর্বোচ্চ পাঁচজনকে একত্রিত হওয়ার অনুমতি দেয়া হয়েছে৷ তবে বড়দিন উপলক্ষ্যে ২৪ থেকে ২৬ ডিসেম্বর তা কিছুটা শিথিলের কথা রয়েছে৷
এদিকে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে জার্মানিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হওয়ার কথা৷ যদিও জনগোষ্ঠীর শতভাগ এই টিকার আওতায় আসতে অপেক্ষা করতে হবে কমপক্ষে এক বছর৷
এফএস/এআই (ডিপিএ, এএফপি)