1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৬৩৪ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ৭৮ জন মারা গেছেন, আহতের সংখ্যা প্রায় ৮০০৷ ভূমিকম্পে ঘরছাড়া হয়েছে প্রায় ২৮ হাজার মানুষ৷

জাতীয় নিউজ ২৪

Advertisement

গত শুক্রবার সুলাওয়েসির প্রবল ভূমিকম্পে নিহত ৭৮ জনের মধ্যে ৬৭ জন মামুজু জেলার এবং বাকীরা সুলাওয়েসির মাজেন জেলার৷ ভূমিকম্পে আহতের সংখ্যা ৭৪০ জনেরও বেশি আর ২৭ হাজার আটশরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে বলে দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাসারনাস জানিয়েছে৷

জাতীয় নিউজ ২৪

advertisement

ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট ঠেকাতে বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে৷ আগামী দুই সপ্তাহ জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে৷

তবে এই এলাকায় আরো ভূমিকম্প হলে তা সুনামির মতো ভয়াবহ আকার নিতে পারে বলে জানান ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক সংস্থা বিএমকেজি-র প্রধান দেভিকোরিটা কর্নাভাতি৷

জাতীয় নিউজ ২৪

advertisement

ইন্দোনেশিয়ায়  প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে৷ ২০১৮ সালে দুই দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবং পরে সুলাওয়েসির পালু শহরে সুনামির ভয়াল থাবা কেড়ে নেয় হাজার হাজার মানুষের জীবন৷

২০২১ সাল শুরুর দুই সপ্তাহের মধ্যেই বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ ইন্দোনেশিয়াকে বেশ কয়েকটি দূর্যোগ মোকাবেলা করতে হয়েছে৷ এ মাসে বন্যায় ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমন্টানে অন্ততপক্ষে ১৫ জন এবং নর্থ সুলাওয়েসিতে পাঁচজন মারা গেছে৷  এছাড়া পশ্চিম জাভায় ভূমিধ্বসে মারা গেছে কমপক্ষে ৩২ জন৷

এনএস/এসিবি (রয়টার্স)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST