অনলাইন ডেস্ক
করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) করোনা টেস্টে এর ফলাফল নেগেটিভ এসেছে।
গত ১২ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। তার কোনো নেতিবাচক উপসর্গ ছিল না। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।
advertisement
জাতীয় পার্টির চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার সংবাদে নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা সমাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া প্রকাশ করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস যুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
advertisement
১২ জানুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে জাতীয় পার্টি নেতা-কর্মীরা পার্টি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন হয়েছে দেশের বাইরেও।