অনলাইন ডেস্ক
মর্গে রাখা মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার হওয়া মুন্না ভগতকে দুই দিন করে মোট চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম পৃথক দুই মামলায় আসামি মুন্নার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামি মুন্না ভগতকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
advertisement
তেজগাঁও থানার এসআই মো. আল আমিন গত ১০ ডিসেম্বর বাদী হয়ে একটি মামলা করেন। এরপর গত ২৫ ডিসেম্বর একই থানার এসআই সনজিৎ কুমার ঘোষ বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।