অনলাইন ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের ধারে কাছেও নেই কেউ। সর্বশেষ প্রকাশিত অলরাউন্ডারের তালিকায় শীর্ষেই আছেন বাংলাদেশের এই তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল এবং ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। সেই কারণে রেটিংস পয়েন্ট বেড়েছে তার। সর্বশেষ প্রকাশিত তালিকায় সাকিবের রেটিংস পয়েন্ট ৪২০।
advertisement
দুই নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এই অলরাউন্ডারের রেটিংস পয়েন্ট ২৯৪। তিনে আছেন ক্রিস ওকস, তার রেটিংস পয়েন্ট ২৮১। চারে থাকা বেন স্টোকসের পয়েন্ট ২৭৬ এবং পাঁচে থাকা ইমাদ ওয়াসিমের পয়েন্ট ২৭১।