অনলাইন ডেস্ক
গেইলের ব্যাট ইদানিং একটু কমই হাসে। কিন্তু যখন হাসে তখন প্রতিপক্ষের বোলারদের কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। সেটাই হল টি-টেন ক্রিকেট লিগে বুধবার টিম আবুধাবি ও মারাঠা অ্যারাবিয়ান্সের ম্যাচে।
টি-টেনের এবারের আসরে হাসছিল না গেইলের ব্যাট। কিন্তু যখন হাসলো তখন কেবল ঝড়ই দেখল ক্রিকেট ভক্তরা।
advertisement
টিম আবুধাবির বিপক্ষে বুধবার প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ৯৭ রান করে মোসাদ্দেক হোসেনের মারাঠা অ্যারাবিয়ান্স। জবাব দিতে নেমে গেইল একাই এমন তান্ডব চালান যে মাত্র ৫.৩ ওভারেই জয় পায় টিম আবুধাবি।
মাত্র ২২ বলে ৮৪ রান করেন গেইল। ৬টি চার এবং ৯টি ছক্কা মারেন এই ব্যাটসম্যান।