অনলাইন ডেস্ক
ব্যাট হাতে আবারো বাইশ গজে ফিরছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন রমেশ টেন্ডুলকার। আসছে মার্চেই ফের ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে লিটল মাস্টারকে।
রেড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণে অংশ নেবেন শচিন, শেবাগ, লারা, মুরালিধরনরা।
advertisement
তবে দ্বিতীয় সংস্করণ হিসেবে দেখা হলেও গত বছরের বাকি ম্যাচগুলো খেলা হবে এ বছর। গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় পাঁচ দেশের কিংবদন্তিদের নিয়ে সচেতনতামূলক এই টুর্নামেন্ট। তবে করোনা মহামারির জন্য চার ম্যাচ পরেই স্থগিত হয়ে যায় প্রতিযোগিতা।
প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের সহায়তায় মহারাষ্ট্রের রোড সেফটি সেল সচেতনতামূলক প্রচার হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করে। টুর্নামেন্টের কমিশনার হলেন কিংবদন্তি সুনিল গাভাস্কার। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শচিন।
advertisement
আয়োজকদের পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, ২ থেকে ২১ মার্চ পর্যন্ত রায়পুরে হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। খেলা হবে নবনির্মিত শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা খেলবেন এই আসরে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।