অনলাইন ডেস্ক
ডিজিটাল জালিয়াতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। একইসঙ্গে দুইজনকে সাময়িক বহিষ্কার করে ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। পরে এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত করা হবে।