অনলাইন ডেস্ক
নাইজিরিয়ার অর্থনীতিবিদ এনগজি ওকাঞ্জো-আইউয়েলা ডাব্লিউটিও-র প্রধান হলেন। এই প্রথম এই পদ পেলেন কোনো নারী এবং আফ্রিকান।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও-র শীর্ষ পদে বসলেন ৬৬ বছরের এক নারী। ডাব্লিউটিও বিশ্বের ১৬৪টি দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম তৈরি করে। ফলে এই সংস্থার প্রধানের গুরুত্ব খুবই বেশি। সেই পদে বসলেন নাইজিরিয়ার এনগজি ওকাঞ্জো-আইউয়েলা।
তাঁর পূর্বসুরি রবের্টো অ্যাজেভেডো গত ৩১ অগাস্ট পদত্যাগ করেছেন। তিনি আরো এক বছর পদে থাকতে পারতেন। কিন্তু তিনি একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং পদ ছেড়ে দিয়েছেন। নবনির্বাচিত নারী প্রধান জানিয়েছেন, করোনার ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তা কাটিয়ে তোলাই হবে তাঁর সব চেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্থনীতি যাতে চাঙ্গা হয়, তার জন্য তিনি কাজ করবেন। তিনি বলেছেন, প্রতিটি দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে একসঙ্গে কাজ করলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব।
এনগজি ২৫ বছর ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলেন। তিনি নাইজিরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্র মন্ত্রী। তিনি সবসময় গরিব দেশগুলির অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলেছেন এবং সেই লক্ষ্যে কাজ করেছেন। তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কের শীর্ষপদেও বসার চেষ্টা করেছিলেন। কিন্তু মার্কিন প্রতিনিধি জিম ইয়ং কিমের কাছে হেরে যান।
ইইউ-র তরফে তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, তিনি ডাব্লিউিও-র জন্য জরুরি সংস্কার করবেন। অ্যামেরিকা জানিয়েছে, তারা গঠনমূলক কাজে সবসময় নতুন প্রধানের পাশে থাকবে। নাইজিরিয়ার প্রেসিডেন্ট তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, তাঁর আশা, নতুন দায়িত্বে তিনি সফল হবেন।
জিএইচ/এসজি(এপি, ডিপিএ, রয়টার্স)