অনলাইন ডেস্ক
টলি-পাড়ার যত বাড়ছে রাজনৈতিক সংযোগ, ততই চিন্তা বাড়ছে পারস্পরিক সম্পর্ক নিয়ে। বুধবরা যশ দাশগুপ্ত বিজেপি-তে যোগ দেওয়ার পরে সে ভাবনা আরও বাড়তেই পারত। তবে তার আগেই জল্পনার মোড় ঘোরালেন তৃণমূল তারকা সাংসদ দেব অধিকারী। ‘বিরোধীপক্ষ’ থেকে তিনিই প্রথম শুভেচ্ছা জানালেন যশকে।
অভিনেতা ‘বন্ধু’কে কী ভাবে অভিনন্দন জানালেন দেব? কিছু ক্ষণ আগে টুইটারে সাংসদ লিখে পাঠান, ‘রাজনৈতিক দুনিয়ায় স্বাগত যশ ‘ভাই’। তুমি যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হও, আমার শুভেচ্ছা সব সময়ে তোমার সঙ্গে থাকবে।’
শোনা যায়, কাজের সম্পর্ক থেকে বন্ধুত্ব, কোনও কিছুতেই রাজনীতির ছায়া পড়তে দেন না দেব। সেই নীতিই আবারও সামনে এল দেবের টুইটের মাধ্যমে। সৌজন্য বোধ, শুভেচ্ছা বার্তা বিনিময় অবশ্য এক তরফা হয়নি। দেবের টুইটের উত্তরে পাল্টা টুইট করেছেন যশও। সহ-অভিনেতাকে ট্যাগ করে তাঁর বক্তব্য, ‘শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের মত এক না হলেও, পথ অবশ্যই এক। মানুষের সেবা করা।’
Thank you so much buddy… So what our ideologies doesn’t match, our ultimate aim is the same i.e. to serve people… 🤗 https://t.co/5vtVt4wzpR
— Yash (@Yash_Dasgupta) February 18, 2021
সূত্র: আনন্দবাজার পত্রিকা।