1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

ইরাকে আবারও মার্কিন গাড়ি বহরে হামলা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০২ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইরাকে আবারও মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী দু’টি গাড়ি বহরে হামলা হয়েছে। বৃহস্পতিবার বাগদাদ ও বাবেল প্রদেশে আলাদা দু’টি গাড়ি বহরে হামলা চালানো হয়। তবে এখনো পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে সাহায্য করে বলে অভিযোগ রয়েছে।

সূত্র: আনাদেলু এজেন্সি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST