অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারির শেষেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে মার্চে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং এপ্রিলে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই নয়, এপ্রিলে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
প্রতিবেদনে মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এসময় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দু’দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিনদিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ক্রমান্বয়ে প্রথমে ৩৬ ডিগ্রি পরবর্তীসময়ে উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৮ ডিগ্রিতে ঠেকতে পারে।
এপ্রিলেও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে এক থেকে দু’টি নিন্মচাপের আভাস রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এপ্রিলে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।