1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৭৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
৫৫ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলার পথে অ্যারন ফিঞ্চের একটি শট। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২-এ সমতা এনেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৭ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ ‍উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৫ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মার্কাস স্টয়নিস ১৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৮ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে স্পিনার ইশ সোধি তিনটি উইকেট লাভ করেন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট দুটি ও মিচেল স্যান্টনার একটি উইকেট পান।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে অজি বোলারদের দাপটে ১৮ দশমিক ৫ ওভারে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায় উইলিয়ামসনবাহিনী। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কাইল জেমিসন। অজিদের পক্ষে কেন রিচার্ডসন ৩ উইকেট লাভ করেন। এ ছাড়া অ্যাটশন অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST