অনলাইন ডেস্ক
২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তালিকার তিন নম্বরে। এই দুই দলের উপরই চাপ বাড়িয়ে গতরাতে বার্সালোনা হারালো ওসাসুনাকে।
ওসাসুনার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সালোনা ২-০ গোলে হারায় স্বাগতিকদের। ম্যাচের প্রথমার্ধে জর্দি আলভার গোল তাদের লিড এনে দেয় এবং বিরতির পর ৮৩ মিনিটে মুরিবা গোল করে জয় নিশ্চিত করে।
বার্সালোনার এই জয়ে ২৬ ম্যাচে পয়েন্ট দাড়ালো ৫৬ যা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ২ পয়েন্ট কম এবং রিয়ালের থেকে ৩ পয়েন্ট বেশি।
আজকে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল ও অ্যাতলেটিকো। এই ম্যাচে যদি অ্যাতলেটিকো জিতে তাহলে ১ ম্যাচ কম খেলে বার্সার থেকে ৫ পয়েন্ট এগিয়ে যাবে। রিয়াল তখন বার্সার থেকে ৩ পয়েন্ট পিছিয়ে যাবে যা পরোক্ষ ভাবে বার্সার জন্য খারাপ নয়।
আবার যদি রিয়াল জিতে তাহলে বার্সার সমান ৫৬ পয়েন্ট হলেও অ্যাতলেটিকো মাদ্রিদ এগিয়ে থাকবে মাত্র ২ পয়েন্টে যা বার্সার জন্য ভালোই। এমনটা হলে অ্যাতলেটিকো তাদের নাগালের মধ্যেই চলে আসবে।