1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কের ইতি টানলো অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৬৬৮ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা প্রকল্প বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সহিংসতা বৃদ্ধি এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিসে পাইনে বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সে দেশের নাগরিকদের ব্যাপক বিক্ষোভ দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত নেতা অং সান সু চি এবং তার দলের নেতাদের চলতি বছরের ১ ফেব্রুয়ারি আটক করে সে দেশের সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার দখল নেওয়ার পরে মিয়ানমার অশান্তিতে ডুবে যায়। অথচ সে দেশে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং সামরিক বাহিনীর গুলিতে বহু মানুষের প্রাণ গেছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পাইনে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযত হয়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।

জাতীয় নিউজ ২৪

Advertisement

যদিও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে উগ্র বৌদ্ধ ও সে দেশের সামরিক বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন চালায়। বিশ্বব্যাপী এ নিয়ে মিয়ানমার সরকারের দুর্ণাম ছড়িয়ে পড়লেও মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সু চি বিপাকে পড়ার পর এবার সিদ্ধান্ত থেকে সরে গেল দেশটি।

সূত্র: আল-জাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST