1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫৯৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
মোহা. শফিকুল ইসলাম (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। তবে করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনারের শারীরিক অন্য কোনো জটিলতা নেই। উনার এন্টিবডি লেভেলও বেশ ভালো।

এর আগে দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের।

জাতীয় নিউজ ২৪

Advertisement

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‍্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‍্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র‍্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST