1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

মমতার অবস্থার উন্নতি, দরকারে হুইল চেয়ার ব্যবহারে ফিরতে চান কাজে

  • প্রকাশিত: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৬৭৯ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

এখন অনেকটা ভালো আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আগের থেকে অনেকটাই সেরে উঠেছে আঘাতের স্থানগুলি। শুক্রবার সকালে ১১টায় আবার আলোচনায় বসতে চলেছে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ৬ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

হাসপাতাল কতৃপক্ষ বলছে, যে যে সমস্যার কথা মমতা বলেছিলেন, তার বেশির ভাগই এখন নিয়ন্ত্রণে। বুকে ব্যথা, শ্বাসকষ্টও অনেকটা কমেছে। বৃহস্পতিবার বিকেলেই হাসপাতাল থেকে ভিডিও বার্তায় মমতা বলেন, দ্রুত রাজনৈতিক কাজে তিনি ফিরতে চান। দরকার পড়লে হুইল চেয়ার ব্যবহার করে তিনি কাজে ফিরবেন। মেডিক্যাল বোর্ডে আলোচনা হতে পারে সেই বিষয়েও। কবে মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তার পরেও কী কী শারীরিক সাবধানতা অবলম্বন করতে হবে, সেই নিয়েও শুক্রবারের আলোচনায় নির্দিষ্ট করতে পারে মেডিক্যাল বোর্ড।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের পক্ষে জানানো হয়, দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মুখ্যমন্ত্রীর। তবে এখনও স্পষ্ট করে বলা হয়নি, কবে হাসপাতাল থেকে তাকে ছাড়া হতে পারে। বেশ কয়েকটি পরীক্ষার কথা বলেন চিকিৎসকরা। জানান সোডিয়ামের অভাব আছে শরীরে। মাথায় ব্যথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্র: আনন্দবাজার

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST