ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে তারা।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৪ রান করে ভারতীয়রা। আয়ার ৪৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। সঙ্গে রিশাব পান্ট ২১ ও হার্ডিক পান্ডিয়া করেন ১৯ রান।
এছাড়া বাকিরা সবাই ছিলেন ব্যর্থ। অধিনাযক কোহলি ৫ বলে ০ রানেই আউট হয়েছেন।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৭২ রান তুলে ইংল্যান্ড। ৮ম ওভারের শেষ বলে বাটলার আউট হলে ভাঙে এই জুটি। ২৪ বলে ২৮ রান করেছিলেন তিনি।
তবে ব্যাট হাতে ঝড় তুলেছিলে আরেক ওপেনার জেশন রয়। মাত্র ৩২ বলে ৪৯ রান করে আউট হন তিনি। এরপর মালান ২৪ ও বেয়ারস্টো ২৬ রান করে মাত্র ১৫.৩ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌছে দেয়।