1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

ফিনিশারের ভূমিকায় লারা, দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি

  • প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৪৪ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
  • বাংলাদেশ লেজেন্ডসকে ৫ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।

ক’দিন আগে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ব্রায়ান লারা। যদিও শ্রীলঙ্কা ম্যাচ জিতে যাওয়ায় ব্যর্থ হয় লারার রাকজীয় ইনিংস। এবার বাংলাদেশ লেজেন্ডসের ঝুলিয়ে দেওয়া বড় রানের টার্গেট তাড়া করতে নেমে লারা পালন করলেন ফিনিশারের ভূমিকা। দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ক্যারিবিয়ান কিংবদন্তি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৫ উইকেটে জয় তুলে নেয় লারার ২৩ বলে ৩১ রানের সুপরিকল্পিত ইনিংসের সৌজন্যেই। অবিবেচকের মতো লারা নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এলে ম্যাচ হারতেও পারত ওয়েস্ট ইন্ডিজ।

রায়পুরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক লারা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ লেজেন্ডস ৭ উইকেটে ১৬৯ রান তোলে। নাজিমুদ্দিন ৩৩, মেহরাব হোসেন ৪৪, আফতাব আহমেদ ৩১ ও মহম্মদ শরিফ ২৬ রান করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সুলেমান বেন ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন অস্টিন। ১টি উইকেট টিনো বেস্টের।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ১৮.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। লারার ম্যাচ জেতানো ইনিংস ছাড়াও উইলিয়াম পারকিন্স ২২, রিডলি জেকবস ৩৪, ডোয়েন স্মিথ ১০, কার্ক এডওয়ার্ডস ৪৪ ও মহেন্দ্র নাগামুতু অপরাজিত ১৬ রান করেন। ২টি উইকেট নেন আব্দুর রাজ্জাক। ম্যাচের সেরা হয়েছেন সুলেমান বেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST