1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

লারাকে ফের হারালেন সচিন, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফা‌ইনালে ভারত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬৪৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে ১২ রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে চলে গেল ভারত। মুখোমুখি সাক্ষাতে ব্রায়ান লারাকে ফের হারিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বুধবার টসে জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ভারত। দলকে ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করেছে সচিনের ইনিংস। ৪২ বলে ৬৫ করেছেন মাস্টার ব্লাস্টার। মেরেছেন ৬টি চার এবং ৩টি ছয়। তবে শেষ দিকে নেমে যুবরাজ সিংহের ঝোড়ো ইনিংস না থাকলে ২০০-র গন্ডি পেরোতে পারত না ভারত। ২০ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন যুবরাজ। ৬টি ছয় মেরেছেন তিনি। যুবরাজের সঙ্গেই অপরাজিত ছিলেন ইউসুফ পাঠান। তিনি ২০ বলে ৩৭ করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisement

জবাবে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের হয়ে ভাল খেলেন ডোয়েন স্মিথ (৩৬ বলে ৬৩) এবং নরসিং দেওনারাইন (৪৪ বলে ৫৯)। পরের দিকে নেমে দলকে টানছিলেন লারা (২৮ বলে ৪৬)। কিন্তু ১৯তম ওভারে তিনি ফিরে যান। তখনই জয়ের আশা শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের।

সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত লিজেন্ডস: ২১৮/৩(২০)
শচিন ৬৫, যুবরাজ ৪৯*
টিনো বেস্ট ২/২৫

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস: ২০৬/৬(২০)
স্মিথ ৬৩, ডিওনারাইন ৫৯
ভিনয় ২/২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST