1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

চিঠিতে যা লেখা ছিল তা পড়েনি বিসিবি; সাকিব নিজেই জানালেন আসলে কি লেখা ছিল

  • প্রকাশিত: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬৬৪ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা ও করোনার কারণে দীর্ঘ প্রায় ১৫ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে যান আর তারপর নিউজিল্যান্ড ও আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেন সাকিব। এরপর থেকে সাকিবকে নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অবশেষে এই ছুটির ব্যাপারে নিজে মুখ খুললেন সাকিব আল হাসান। মুলত ইনজুরি ও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলমান নিউজিল্যান্ড সফরে থেকে ছুটি নেন সাকিব। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলতে শ্রীলঙ্কা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছুটি নিয়েছেন তিনি।

অবশেষে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকফ্রেঞ্জির লাইভে এসে বিষয়টি খোলাসা করেছেন সাকিব নিজেই।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এ বিষয়ে সাকিব আল হাসান বলেন, “দেখুন আসলে আমরা যদি শ্রীলঙ্কার সঙ্গে সময় মতো খেলতাম তাহলে এই পরিস্থিতি আসত না। আগেই সিরিজ হয়ে যেত। করোনার কারণে তা হয়নি। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, আমরা তলানিতে আছি। দুইটা ম্যাচ খেললে যদি জিতিও আমরা ফাইনাল খেলব তা না। আর ৬-৭টা ম্যাচ আমাকে ছাড়াই খেলেছে। এগুলা খেলোয়াড় তৈরির সুযোগ। তরুণরা সুযোগ পাবে। এছাড়া বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা অনেক বড় ইভেন্ট।”

সাকিব আরো বলেন, “বড় ভাবে দেখলে আইপিএল খেলে নিজেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই কারণেই এই সিদ্ধান্ত নেয়া। আমি যখন বিসিবিকে চিঠি দিয়েছি তখন তারা চিঠিটা পড়েনি। আমার চিঠিতে লেখা ছিল না যে আমি এই সময় টেস্ট খেলব না। আমি টেস্ট খেলব না এটা চিঠিতে উল্লেখ করা নেই।

আমার ধারণা আমি যে লেটার’টা (ছুটি চেয়ে) দিয়েছি সেটা আকরাম ভাই ঠিকমতো পড়েননি। বারবার যে আকরাম ভাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না, আমার দেওয়া লেটারে এমনটা কোথাও আমি লিখিনি। আমি টেস্টের কথা বলিনি। আমি লেটারে লিখেছি যে আমি এই সময়ে আইপিএল খেলতে চাই। সেসময় টেস্ট না থেকে অন্যকিছুও থাকতে পারত।”

উল্লেখ্য, আসন্ন ২০২১ আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। টাইগার এই অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নেয় দুইবারের শাহরুখ খানের দল।

সুত্রঃ ক্রিকফেঞ্জি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST