স্প্যানিশ লা লিগায় শিরোপার রেসে টিকে থাকার লড়াইয়ে গতরাতে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়েছে বার্সালোনা। সোসিয়েদাদের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের গুনে গুনে ৬ গোল দিয়েছে মেসিরা।
ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং ডেস্ট। একটি করে গোল করেন গ্রীজম্যান এবং দেম্বেলে।
৩৭ মিনিটে গোলের সূচনা করেন গ্রীজম্যান। ৪৩ ও ৫৩ মিনিটে পরপর দুই গোল করে দলের লিড বাড়ান ডেস্ট। এরপর ৫৬ মিনিটে গোলের খাতায় নাম লেখান মেসি। ৭১ মিনিটে দেম্বেলে গোল করে ব্যবধান করেন ৫-০।
৫ গোল হজমের পর ম্যাচের ৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করে সোসিয়েদাদ। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোলটি করে গোলবন্যার ইতি টানেন মেসি।