1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

‘কে প্রার্থী ভুলে যান, সংসার আমি তৈরি করি’, বার্তা মমতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬৪৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
অনলাইন ডেস্ক

কর্মসংস্থান নিয়েও আশ্বাস দেন মমতা।

কোন কেন্দ্রে কে প্রার্থী হল, সেটা বড় কথা নয়। সব কেন্দ্রে তিনিই যে প্রার্থী, সেই কথাই আরও একবার স্মরণ করিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় কাশীপুরে সভা করতে এসে তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘‌কে প্রার্থী হল কে না হল ভুলে যান।সংসার আমি তৈরি করি। যদি চান সরকার আমি গঠন করি, তাহলে ভোট আমাদের দেবেন।’‌

জাতীয় নিউজ ২৪

Advertisements

তাঁকে ভোট দিলে রাজ্যে কর্মসংস্থানের যে অভাব হবে না, জনসভায় দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতিও দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বাইরের থেকে সবাইকে ফিরে আসতে বলুন। এখানে চাকরির অভাব হবে না। এখানে শোলা শিল্প হচ্ছে। জরি শিল্প হচ্ছে। এখানে তাঁত শিল্প হচ্ছে। নাম না লেখালে বিজেপি এনপিআর করে বের করে দেবে।’ একইসঙ্গে মমতা আশ্বাস দেন, ‘যদি আমায় বিশ্বাস করেন, আমি কন্যাশ্রী, রূপশ্রী করে দিয়েছি। স্মার্টফোন দিচ্ছি। আমাদের সরকার জিতলে আরও করব। বিনা পয়সায় সারা পৃথিবীতে রেশন কোথাও নেই। সরকারে এলে দরজায় দরজায় রেশন পৌঁছে দেব বিনা পয়সায়।’‌

জাতীয় নিউজ ২৪

Advertisement

একইসঙ্গে পর্যটন শিল্পকে চাঙ্গা করারও প্রতিশ্রুতি দেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‌পর্যটক আসবে। সে আপনার বাড়িতে থাকবে – হোম ট্যুরিজম। দার্জিলিং, পুরুলিয়ায় করেছি। এখানেও করব। এখানেও ঢেলে সাজাব। আমরা ১০ লাখ টাকা করে লোন দেব। প্রথমবারের ৫০,০০০ টাকার সুদও দিয়ে দেব। তফসিলি আদিবাসীদের ৬০ বছর হলে ১,০০০ টাকা পেনশন দেবে সরকার। প্রত্যেক বিধবাকে ১,০০০ টাকা করে দেওয়া হবে।’‌

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST