রাশিয়ায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৮০ হাজার আটশ ৯৪ জন এবং মারা গেছে এক লাখ তিনশ ৭৪ জন। সে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে গেছে ৪২ লাখ চার হাজার ৮১ জন।
জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।
দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই লাখ ৭৬ হাজার চারশ ৩৯ জন। তার মধ্যে দুই হাজার তিনশ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার আটশ জন এবং মারা গেছে ২৮ লাখ ৬৫ হাজার পাঁচশ ১৭ জন। বিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ।