অনলাইন ডেস্ক
প্রথম ম্যাচে ব্যাটে-বলে নিজের দামের সাথে নামটা কামাই করে নিতে ব্যর্থ হন এবারের আইপিএলের সর্বোচ্চ দামী রাজস্থান রয়্যালসের ক্রিস মরিস। আজ দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারেননি৷ তবে ব্যাটে হাতে বিপদে নেমে অসাধারণ ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ১৬.২৫ কোটির এই প্রোটিয়া অলরাউন্ডার।
আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ২ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ওকস-রাবদার তোপের মুখে পড়ে রাজস্থান। ৩৬ রানের ভেতর ফিরে যান স্যামসন-বাটলাররা। তবে স্টোকসের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে একাই দলকে টেনে নিতে থাকেন মিলার। একটা সময় প্রায় হারতে বসা ম্যাচ মিলারের ব্যাটে জয়ের আশা দেখে রাজস্থান।
কিন্তু ১৬ তম ওভারে ৪৩ বলে ৬২ রান করে মিলার ফিরে গেলে প্রায় জয়ের আশা নিভে যায় ফিজদের। এমন সময় ত্রাতা হয়ে আসেন ক্রিস মরিস। শেষদিকে রাবাদা-উকসকে পিটিয়ে ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। উনাদকাত অপরাজিত থাকেন ৭ বলে ১১ রানে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উনাদকাত-ফিজের তোপের মুখে পড়ে দিল্লি। ৩৭ রানের মধ্যেই ধাওয়ান-স্টয়নিসদের হারায় তারা। দলকে টেনে তুলেন অধিনায়ক রিশাব পান্ত। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৪৭ রান তুলে দিল্লি।
The @rajasthanroyals camp is elated as they pocket their first win in #IPL2021 after yet another thrilling finish.https://t.co/8aM0TZxgVq #RRvDC #VIVOIPL pic.twitter.com/J1XA8ggmZs
— IndianPremierLeague (@IPL) April 15, 2021
মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৪৭/৮(পান্ত ৫১, টম কারান ২১; উনাদকাত ৩/১৫, মোস্তাফিজ ২/২৯)