1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

ফখরের দুর্দান্ত ব্যাটিং; তারপরও রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সিরিজ জয় পাকিস্তানের

  • প্রকাশিত: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৭১৮ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

চার ম্যাচ সিরিজে আগের তিন ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল পাকিস্তান। প্রথমটিতে সহজ ম্যাচ যেমন কঠিন করে জিতেছিল সফরকারীরা আজ শেষ ম্যাচটিতেও দেখা গেছে একই চিত্র।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এদিন আগে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৪ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে সমান ১৯.৫ ওভারেই ৩ উইকেটের জয় তুলে নে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। দলীয় ১ রানেই ০ রানে বিদায় নেন রিজওয়ান। তবে এরপর ৯১ রানের বড় জুটি গড়েন ফখর জামান ও বাবর আজম। যেখানে ঝড়ো ব্যাটিংয়ে একাই ৩৪ বলে ৬০ রান করেন ফখর জামান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এরপরই ব্যাটিং ধ্বস নামে পাকিস্তান শিবিরে। ২৩ বলে ২৪ রান করে ফেরেন বাবর। দ্রুতই ফেরেন হাফিজ-হায়দার আলী। আসিফ-ফাহিম আশরাফরাও দাঁড়াতেই পারেননি। ৯৮/২ থেকে ১২৯/৭ উইকেটে পরিণত হয় পাকিস্তান। শেষ দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়ে প্রায় নিজের করে নিয়েছিল স্বাগতিকরা।

কিন্তু যখন ৮ বলে পাকিস্তানের জিততে ১৬ রান প্রয়োজন ঠিক সেই সময় মালাগার পর পর দুই নো বলের এক ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে বলের সাথে রান সমান করেন নেওয়াজ। শেষ বলে জিততে ৬ রান প্রয়োজন হলে ৫ বলেই জয় তুলে নেয় পাকিস্তান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মার্করামকে হারায় প্রোটিয়ারা। এরপর বড় জুটি গড়েন মালান ও ডুসেন। ২৮ বলে ৩৩ রান করে ফেরেন মালান। পরে একাই লড়াই করে ফিফটি তুলে নেন ডুসেন। ৩৬ বলে ৫২ রান করে ফেরেন তিনি। পরবর্তীতে আরো কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। তাতেই ১৪৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকা: ১৯.৩ ওভারে ১৪৪/১০(ডুসেন ৫২, মালান ৩৩; আশরাফ ৩/১৭, হাসান ৩/৪০)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST