1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

চার ম্যাচ পরে জয়, পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে পাঁচে উঠে এল কলকাতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৭৫৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
অনেক দিন পর বল হাতে পুরনো সুনীল নারাইনকে দেখা গেল। ছবি - টুইটার।
অনলাইন ডেস্ক 

সেই প্রথম ম্যাচে জয়ের পর টানা চার হার, অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখ পেল কলকাতা নাইট রাইডার্স। সাকিব বিহীন ম্যাচটিতে নারাইন-কৃষ্ণাদের অসাধারণ বোলিংয়ের পর অধিনায়ক ইয়ন মরগানের দারুণ ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে নাইটরা। আর তাতেই একলাফে পয়েন্ট টেবিলের পাঁচে চলে এসেছে মরগানরা!

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ইয়ন মরগান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে দেন পাঞ্জাবের রানের চাকা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে গিয়ে ব্যর্থ হন রাহুল-গেইলরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। যেখানে মায়াঙ্ক আগারওয়ালের ৩১ রানের পর সর্বোচ্চ ৩০ রান করেন ক্রিস জর্ডান। কেকেআরের হয়ে কৃষ্ণা ৩ টি ও নারাইন-কামিন্স ২ টি করে উইকেট নেন।

জাতীয় নিউজ ২৪

অনেক দিন পর বল হাতে পুরনো সুনীল নারাইনকে দেখা গেল। ছবি – টুইটার।

জবাবে ব্যাট করতে ১৭ রানের ভেতর দুই ওপেনার রানা-গিল আর নারাইনকে হারিয়ে চাপে পড়ে কলকাতা। এরপর সেই চাপ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন মরগ্যান ও ত্রিপাঠি। ৬৫ রানের জুটির পর ৪১ রান করে ফেরেন ত্রিপাঠি। এতেই জয়ের ভিত পায় কলকাতা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এরপর ব্যাটিংয়ে নেমে রাসেল দ্রুতই রান আউট হয়ে ফিরলেও ৪০ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগ্যান। দিনেশ কার্তিক অপরাজিত থাকেন ৬ বলে ১২ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাঞ্জাব কিংস: ২০ ওভারে ১২৩/৯(আগারওয়াল ৩১, জর্ডান ৩০; কৃষ্ণা ৩/৩০, নারাইন ২/২২)

কলকাতা নাইট রাইডার্স: ১৬.৪ ওভারে ১২৬/৫(মরগ্যান ৪৭*, ত্রিপাঠি ৪১; হেনরিক্স ১/৫, হুদা ১/২০)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST