সেই প্রথম ম্যাচে জয়ের পর টানা চার হার, অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখ পেল কলকাতা নাইট রাইডার্স। সাকিব বিহীন ম্যাচটিতে নারাইন-কৃষ্ণাদের অসাধারণ বোলিংয়ের পর অধিনায়ক ইয়ন মরগানের দারুণ ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে নাইটরা। আর তাতেই একলাফে পয়েন্ট টেবিলের পাঁচে চলে এসেছে মরগানরা!
After their win today at @GCAMotera, @KKRiders jump to the 5th spot in the #VIVOIPL Points Table while @PunjabKingsIPL are 6th. #PBKSvKKR pic.twitter.com/vzrxN2TjlI
— IndianPremierLeague (@IPL) April 26, 2021
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ইয়ন মরগান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে দেন পাঞ্জাবের রানের চাকা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে গিয়ে ব্যর্থ হন রাহুল-গেইলরা।
শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। যেখানে মায়াঙ্ক আগারওয়ালের ৩১ রানের পর সর্বোচ্চ ৩০ রান করেন ক্রিস জর্ডান। কেকেআরের হয়ে কৃষ্ণা ৩ টি ও নারাইন-কামিন্স ২ টি করে উইকেট নেন।
অনেক দিন পর বল হাতে পুরনো সুনীল নারাইনকে দেখা গেল। ছবি – টুইটার।
জবাবে ব্যাট করতে ১৭ রানের ভেতর দুই ওপেনার রানা-গিল আর নারাইনকে হারিয়ে চাপে পড়ে কলকাতা। এরপর সেই চাপ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন মরগ্যান ও ত্রিপাঠি। ৬৫ রানের জুটির পর ৪১ রান করে ফেরেন ত্রিপাঠি। এতেই জয়ের ভিত পায় কলকাতা।
এরপর ব্যাটিংয়ে নেমে রাসেল দ্রুতই রান আউট হয়ে ফিরলেও ৪০ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগ্যান। দিনেশ কার্তিক অপরাজিত থাকেন ৬ বলে ১২ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংস: ২০ ওভারে ১২৩/৯(আগারওয়াল ৩১, জর্ডান ৩০; কৃষ্ণা ৩/৩০, নারাইন ২/২২)
কলকাতা নাইট রাইডার্স: ১৬.৪ ওভারে ১২৬/৫(মরগ্যান ৪৭*, ত্রিপাঠি ৪১; হেনরিক্স ১/৫, হুদা ১/২০)