আগের দিন ধোনির চেন্নাইকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছিল কোহলির আরসিবি। কিন্তু একদিন বাদেই আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে আবারো শীর্ষে ফিরল ধোনির দল। অন্যদিকে দুইয়ে নেমে গেল আরসিবি আর তলানীতেই থেকে গেল ওয়ার্নারের দল।
টুর্নামেন্টের ২৩ তম ম্যাচে এদিন আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেট হাতে রেখেই ৯ বল আগে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ারপ্লে-তে যেখানে ৬ ওভারে সানরাইজার্সের রান ছিল ১ উইকেটে ৩৯, সেখানে সিএসকে তুলে ফেলে বিনা উইকেটে ৫০ রান। ১০ ওভারে সানরাইজার্স যেখানে ছিল ১ উইকেটে ৬৯, সেখানে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল বিনা উইকেটে ৯১।
এরপরেও রানের গতি বাড়াতে থাকেন চেন্নাই ওপেনাররা। এই নিয়ে দ্বিতীয়বার চলতি আইপিএলে একশো বা তার বেশি ওপেনিং পার্টনারশিপ করেন প্লেসিস-কায়কোয়াড়। ১২৯ রানের জুটির পর ৪৪ বলে ৭৫ রান করে রশিদ খানের বলে বোল্ড হন ঋতুরাজ গায়কোয়াড়। ১৯তম আইপিএল অর্ধশতরান এদিন তুলে নেন ফাফ দু প্লেসি। ৫৬ রান করে রশিদ খানের বলে ফেরেন তিনিও। এরপর অবশ্য সহজেই জয় নিশ্চিত করেন রায়না ও জাদেজা।
এর আগে দিল্লিতে টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে দীপক চাহারের বলে ক্যাচ দিয়ে জীবন পেলেও পাঁচ বলে সাতের বেশি করতে পারেননি জনি বেয়ারস্টো। তাঁকে ইংল্যান্ড দলেরই সতীর্থ স্যাম কারান আউট করেন। এরপর দলকে শক্ত ভিতের উপর দাঁড় করায় ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডের পার্টনারশিপ।
তবে ১৮ ওভারে তাঁদের দুজনকেই ফেরান লুঙ্গি এনগিডি। ততক্ষণে দুজনেই অর্ধশতরান পূর্ণ করেছেন। ৫৬ বলে ৫৭ করে ফেরেন ওয়ার্নার। ৪৬ বলে ৬১ করে ফেরেন পান্ডেম এরপর জাদবের ৪ বলে ১২* ও উইলিয়ামসনের ১০ বলে অপরাজিত ২৬* রানে ১৭১ রানের বড় পুঁজি পায় হায়দরাবাদ।
এদিন তিনটি নজির গড়লেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে অর্ধশতরানের হাফ সেঞ্চুরি করেন সানরাইজার্স অধিনায়ক। তার আগে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, শোয়েব মালিকের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি ২০-তে দশ হাজার রান পূর্ণ করেন ওয়ার্নার। আইপিএলে ২০০তম ছক্কাও তিনি মারলেন এদিনের ম্যাচেই। আইপিএলে ২০০তম ছক্কা মারেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে।
সংক্ষিপ্ত স্কোরঃ
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৭১/৩ (পান্ডে ৬১, ওয়ার্নার ৫৭; এনগিদি ২/৩৫, স্যাম ১/৩০)
চেন্নাই সুপার কিংস: ১৮.৩ ওভারে ১৭৩/৩ (গায়কোয়াড় ৭৫, প্লেসিস ৫৬; রশিদ ৩/৩৬)