ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়াল দেশের বাইরে যেতে পারবেন কি না সে বিষয়ে আজ বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ গতকাল আদেশের জন্য দিন ধার্য করেন।
তাফসির আউয়ালের বিদেশযাত্রার ওপর দুদকের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দাখিল করা আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন আদালত। তাফসির কোন দেশে, কোথায়, কত দিন থাকবেন, কবে ফিরবেন এবং যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বরসহ যাবতীয় তথ্য লিখিতভাবে দুদককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তাফসির আউয়ালের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
উল্লেখ্য, তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ যাওয়ার ওপর গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তাফসির আউয়াল।