1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

অতিমারিতে খাওয়া বন্ধ করলেন সানি, কী করছেন তিনি মেদ ঝরাতে?

  • প্রকাশিত: শনিবার, ৮ মে, ২০২১
  • ৮১২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ডায়েট করছেন সানি।
অনলাইন ডেস্ক 

এই অতিমারির সময় নুডলস না খেয়ে স্রেফ গন্ধ শুঁকে ছেড়ে দিচ্ছেন সানি। তেমনই একটি মুহূর্ত ভাইরাল শুক্রবার সকাল থেকে। ভিডিয়ো বলছে আধ বাটি রান্না করা নুডলস সামনে রেখে তার দিকে জুলজুল করে তাকিয়ে অভিনেত্রী। বড় বড় শ্বাস টেনে বুক ভরে তাঁর গন্ধ নিচ্ছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তারপর? যেই টের পেয়েছেন তাঁর এই মুহূর্ত মুঠো ফোনে বন্দি হচ্ছে এক রাশ অভিমান তাঁর গলায়, ‘এটারও ভিডিয়ো নেওয়া হচ্ছে!’ মুখ ভার করেছেন তিনি। এ দিকে যিনি ভিডিয়ো করছিলেন তিনি মজা করে বলছেন, ‘‘দেখুন, কড়া ডায়েটিংয়ের ফলাফল। গন্ধ শুঁকেই খুশি থাকতে হবে। প্রাণ চাইলেও এক টুকরো নুডলস মুখে তোলা যাবে না।’’

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

তত ক্ষণে গন্ধ শোঁকা শেষ। হাসিমুখে কুর্নিশ জানিয়ে টেবিল ছেড়ে উঠে পড়েছেন সানি। ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ৫ লক্ষ নেটাগরিক অভিনেত্রীর কীর্তি দেখতে হাজির নেটমাধ্যমে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST