মির্জাগঞ্জে খলিসাখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোঃ রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা অনুঃ ৬.৪৫ মিনিটের দিকে উপজেলার খলিশাখালী গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রফিকুলের নিজ বাড়ী পাবনা জেলার আমিনপুর থানাধীন রামুদিয়া গ্রাম। বর্তমানে তিনি সুবিদখালী বাজার সংলগ্ন ঋষি বাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং চান্দুখালী বাজারে দীর্ঘ কয়েক বছর যাবৎ স্বর্নকারের ব্যবসা করে আসছিলেন।
খলিশাখালী ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) বিকালে চান্দুখালী বাজার থেকে ইফতার করে সুবিদখালীতে তার ভাড়া বাসার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হলে পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন এ্যাম্বুলেন্সে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ বলেন, নিহতের পরিবার কারো প্রতি কোনো অভিযোগ না করায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।