ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। সবশেষ হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৩তলা গাজা টাওয়ার।
এদিকে হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব শহরকে লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হামলা চালানো হয়েছে। পাল্টাপাল্টি আক্রমণে সোমবার থেকে এখন পর্যন্ত ৬৫ জন ফিলিস্তিনি ও ছয়জন ইসরায়েলি নিহত হয়েছে। হামলার আশঙ্কায় আগে থেকেই অনেক মানুষ নিরাপদস্থলে সরে গিয়েছিল।
সোমবারের হামলা ছাড়াও রমজান মাসের শেষ শুক্রবার ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে ধর্মপ্রাণ মানুষের ওপর রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। গত কয়েকদিনের ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকে ২০১৭ সালের পর সবচেয়ে তীব্র বলা হচ্ছে।