গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ হিসাব বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ৩৭ জনের।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন, যা আগের দিনের তুলনায় কম। আগের দিন নতুন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬০৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫০।