1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ছেলের সামনে বাবাকে হত্যা : সেই মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৮১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র‍্যাব-৪-এর অপারেশনস অফিসার এএসপি জিয়াউর রহমান চৌধুরী শুক্রবার সকালে এ তথ্য জানান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে গত রবিবার রাজধানীর পল্লবীর ১২ নম্বর ডি-ব্লকে ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে একটি গ্যারেজে সাহিনুদ্দিন (৩৩) নামের ওই যুবককে হত্যাকারী দলের প্রধান ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সুমন বেপারী। ভিডিও চিত্রে যাদের কোপাতে দেখা যায় তারা সুমনের সহযোগী দুই উঠতি সন্ত্রাসী মানিক ও মনির। এক ডজনেরও বেশি সন্ত্রাসী মিলে সেদিন ঈদের দাওয়াত খাওয়ার মাধ্যমে সমঝোতার জন্য সাহিনুদ্দিনকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর দলনেতা সুমন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে ফোন করে বলেন, ‘স্যার, ফিনিশ’।

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার র‌্যাব আউয়ালসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সুমনসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জাতীয় নিউজ ২৪

Advertisements

র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা বলেছেন, পল্লবীর উত্তর কালশীর বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকায় হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠা করে জমি দখল করতেই আউয়াল তাঁর ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে সাহিনুদ্দিনকে খুন করিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST