1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

আন্দোলনে যুক্ত হওয়ায় মিয়ানমারে দেড় লাখ শিক্ষক চাকরিচ্যুত

  • প্রকাশিত: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৭১০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

জান্তা সরকারবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে মিয়ানমারে এক লাখ ২৫ হাজারের বেশি স্কুলশিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন দেশটির শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা। আজ রবিবার এতথ্য জানানো হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন পরই মিয়ানমারের স্কুলগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এর আগেই শিক্ষকদের চাকরিচ্যুত করার এ খবর এলো। গতকাল শনিবার মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। যিনি এতথ্য জানিয়েছেন তিনি নিজেও জান্তার অপরাধী তালিকায় আছেন। তাই নাম প্রকাশ করেননি। দুই বছর আগের তথ্য অনুযায়ী, মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।

এক শিক্ষক কর্মকর্তা জানান, জনগণকে কাজে ফিরিয়ে আনার জন্য এটা কেবল হুমকিস্বরূপ একটি বিবৃতি। যদি তারা আসলেই এতজনকে চাকরিচ্যুত করে তাহলে পুরো সিস্টেম থেমে যাবে।

এঘটনার প্রতিক্রিয়া জানার জন্য জান্তার মুখপাত্র ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট পৌঁছাতে পারেনি রয়টার্স।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এদিকে, মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট পত্রিকা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিক্ষাপদ্ধতি পুনরায় চালু করতে তারা যেন স্কুলে ফিরে আসে। শিক্ষকদের গ্রুপ অনুসারে, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৯ হাজার ৫০০ জন শিক্ষককেও চাকরিচ্যুত করা হয়েছে।

সূত্র : রয়টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST