মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৫৪৯ জনে দাঁড়াল।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭.৯১ শতাংশ। শুক্রবার এই হার ছিল ৯.৩০ শতাংশ।
এছাড়া একদিনে ১ হাজার ৪৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩১ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন করে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৭ হাজার ৭০৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।