গত চার মাসে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো মূল্য সমন্বয় করলো বিইআরসি
দেশে রান্নার কাজে ব্যবহৃত বেসরকারি কোম্পানির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত চার মাসে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দ্বিতীয়বারের মতো মূল্য সমন্বয় করলো প্রতিষ্ঠানটি।
সোমবার (৩১ মে) এক অনলাইন সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানায়, আগামী ১ জুন থেকে নতুন নির্ধাতিত এ মূল্য কার্যকর করা হবে।
তবে উৎপাদন পর্যায়ে ব্যয় একই থাকায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দামে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে ১২ কেজি এলপিজি আগের দাম অর্থাৎ ৫৯১ টাকাই থাকছে।অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা থেকে কমে ৪১ টাকা ৭৪ পয়সা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি জানিয়েছিল, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করা হবে।
জানা যায়, প্রতি মাসে এলপিজি তৈরির প্রধান দুই উপাদান প্রপেন ও বিউটেনের মূল্য প্রকাশ করে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান “সৌদি আরামকো”।সাধারণত কার্গো মূল্য (সিপি) বা সৌদি সিপিতে এই মূল্য প্রকাশ করা হয়।
বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সৌদি সিপি এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও ব্যাংকিং হারে পরিবর্তন এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যসচিব ও জ্বালানিসচিবকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ চাইলে নতুন নির্ধারিত মূল্যের চেয়ে কমে এলপিজি বিক্রি করতে পারবে, তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।