1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

  • প্রকাশিত: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৪০ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি প্রতীকী।
অনলাইন ডেস্ক

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপের দেশটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গতকাল রোববার ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়। করোনার ভারতীয় ধরনের ব্যাপারে চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবে ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল।

গত এপ্রিল মাসের শেষ দিকে ইতালি এ ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হওয়ার কথা। কিন্তু এখন নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে ইতালির আরোপ করা এ নিষেধাজ্ঞা দেশটির নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালির নাগরিকেরা সে দেশে যেতে পারবেন।

ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটি ‘বি.১.৬১৭’ নামে পরিচিত। গত বছর ভারতে করোনার এ ধরন শনাক্ত হয়।

ভারতে করোনার সংক্রমণের ‘বিস্ফোরণের’ জন্য নতুন এ ধরনকে অনেকাংশে দায়ী করা হয়। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার ভারতীয় ধরনটি অতি সংক্রামক। এ ধরন দ্রুত ছড়ায়। ইতিমধ্যে বিশ্বের অন্তত ৬০টি দেশ-ভূখণ্ডে করোনার ভারতীয় ধরন ছড়িয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST