1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ভারতে করোনার একটি ধরনই ‘উদ্বেগজনক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • প্রকাশিত: বুধবার, ২ জুন, ২০২১
  • ৭৮৮ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের ভারতীয় ধরন ‌‘ডেলটা’-র বিভিন্ন ধরনের মধ্যে কেবল একটিকেই এখন উদ্বেগজনক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যেখানে অন্য দুটি ধরনকে কম ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানায় ডব্লিউএইচও। করোনার ‘বি.১.৬১৭ ধরনটিকে অতি সংক্রামক হিসেবে মনে করা হচ্ছে। ভারতে ব্যাপক সংক্রমণের জন্যও এই ধরনকেই দায়ী করা হয়। ইতোমধ্যে ‌’বি.১.৬১৭’ ধরনটি পরিবর্তিত হয়ে আরো তিনটি সংস্করণে রূপ নিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার পুরো ভারতীয় ধরনকেই উদ্বেগজনক হিসেবে ঘোষণা করে। কিন্তু গতকাল মঙ্গলবার তারাও শুধু একটি ধরনকেই উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক মহামারি আপডেটে জানায়, জনস্বাস্থ্যের বৃহত্তর ঝুঁকির সঙ্গে বর্তমানে ‘বি.১. ৬১৭.২’ ধরনটির সংশ্লিষ্টতা রয়েছে। অন্য ধরনগুলোর সংক্রমণের হার কম লক্ষ করা যাচ্ছে।

এমনকি, ‘বি.১. ৬১৭.২’ ধরন এবং এর রূপান্তরিত আরো তিনটি ধরনকে করোনার আসল ধরনের চেয়ে বেশি ভয়ংকর বলে মনে করা হচ্ছে। কারণ এই ধরনগুলো আরো বেশি সংক্রমণযোগ্য, মারাত্মক এবং টিকা থেকে বেঁচে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ‌‘আমরা গুরুত্ব সহকারে প্রতিনিয়ত করোনার এই ধরনের ওপর নজর রেখেছি এবং যেসব দেশে এর প্রার্দুভাব দেখা যাচ্ছে তা নিয়ে প্রতিবেদন তৈরি করছি।’ তবে, পরবর্তীকালে ডেলটা ভ্যারিয়েন্টের প্রভাব কী হতে পারে তা নিয়ে আরো গবেষণা চলছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি, ডেলটা ভ্যারিয়েন্টকে নতুন সংকর ধরন বলে মনে করছে ভিয়েতনামের স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার বিশেষ ধরন এত দিন করোনার ভারতীয় ধরন নামে পরিচিত ছিল। গত সোমবার ডব্লিউএইচওর পক্ষ থেকে করোনার এই ধরনের নতুন নাম ‘ডেলটা ভ্যারিয়েন্ট’ দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST